Ashikul Islam

পাসপোর্ট অফিসে ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় বাক্যসমূহ

আরও পড়ুন

কিচেনে ব্যবহৃত হয় এমন ইংরেজি ৯০টি শব্দার্থ

প্রবাসীরা কিভাবে ইংলিশ শিখবেন? আসলেই কি শেখা সম্ভব?

ইংলিশ শিখতে হলে কি আগে রিডিং জানা বাধ্যতামূলক? বিস্তারিত জানুন।

মোবাইল দিয়ে কিভাবে ইংলিশ প্র্যাকটিস করবেন?

নিচে পাসপোর্ট অফিসে ব্যবহৃত ৭০টি প্রয়োজনীয় বাক্য বাংলা ও ইংরেজিতে দেওয়া হলো:

  1. পাসপোর্ট অফিসটি কোথায়?
    Where is the passport office?
  2. পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।
    You need to apply for a passport.
  3. পাসপোর্ট আবেদনপত্র কোথায় পাওয়া যাবে?
    Where can I get the passport application form?
  4. আমি পাসপোর্ট জমা দিতে এসেছি।
    I am here to submit my passport application.
  5. পাসপোর্টের জন্য কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছেন?
    Have you brought the required documents for the passport?
  6. আমি পাসপোর্ট সংগ্রহ করতে এসেছি।
    I am here to collect my passport.
  7. আপনার নাম এবং ঠিকানা লিখুন।
    Please write your name and address.
  8. এই ফর্মটি পূর্ণ করুন।
    Please fill out this form.
  9. পাসপোর্টের জন্য ছবি লাগবে।
    You will need a photograph for the passport.
  10. আপনার জন্ম তারিখ কি?
    What is your date of birth?
  11. আপনার জাতীয়তা কি?
    What is your nationality?
  12. আপনার পিতা-মাতার নাম কি?
    What are your parents’ names?
  13. আপনার যোগাযোগের ঠিকানা কি?
    What is your contact address?
  14. এই ফর্মটি সাবধানে পূর্ণ করুন।
    Please fill out this form carefully.
  15. ফর্মটি জমা দেওয়ার পর কতদিনে পাসপোর্ট পাবো?
    How long will it take to receive my passport after submitting the form?
  16. পাসপোর্টের জন্য ফি কত?
    How much is the fee for the passport?
  17. পাসপোর্টের জন্য টাকা কোথায় জমা দিতে হবে?
    Where should I deposit the money for the passport?
  18. দয়া করে আপনার পাসপোর্টের জন্য ফি পরিশোধ করুন।
    Please make the payment for your passport fee.
  19. পাসপোর্ট আবেদন পত্রে সঠিক তথ্য দিন।
    Provide accurate information on the passport application form.
  20. পাসপোর্ট সংগ্রহের জন্য আমাকে কোন সময় আসতে হবে?
    When should I come to collect my passport?
  21. আমি কি দ্রুত পাসপোর্ট পেতে পারি?
    Can I get a passport urgently?
  22. আপনি কি ইমার্জেন্সি পাসপোর্ট চান?
    Do you want an emergency passport?
  23. আপনার পাসপোর্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
    Your passport application process has started.
  24. আপনার আবেদন পত্র যাচাই করা হচ্ছে।
    Your application is being verified.
  25. এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ভালো করে রাখুন।
    This is an important document, keep it safe.
  26. আপনার পাসপোর্টে কোন ভুল তথ্য নেই তো?
    Is there any incorrect information on your passport?
  27. পাসপোর্টের জন্য আপনাকে সাক্ষাৎকার দিতে হবে।
    You will need to give an interview for the passport.
  28. আপনার পাসপোর্ট আবেদন গ্রহণ করা হয়েছে।
    Your passport application has been accepted.
  29. আমি কি পাসপোর্টের স্ট্যাটাস জানতে পারি?
    Can I check the status of my passport?
  30. পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।
    Submit the required documents for the passport.
  31. আপনার পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে।
    Your fingerprints will be taken for the passport.
  32. পাসপোর্ট আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হবে।
    The applicant will be interviewed for the passport.
  33. এই আবেদনটি সম্পূর্ণ করার জন্য আরো কিছু সময় লাগবে।
    It will take some more time to complete this application.
  34. আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে।
    Your application has been successfully submitted.
  35. আপনি কবে পাসপোর্ট নিতে আসবেন?
    When will you come to collect your passport?
  36. এখানে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
    You can apply for the passport here.
  37. আপনার পাসপোর্ট আবেদন ফি জমা দেওয়ার সময় হয়েছে।
    It’s time to pay the application fee for your passport.
  38. পাসপোর্ট সংগ্রহের জন্য কী কি কাগজপত্র প্রয়োজন?
    What documents are required for passport collection?
  39. আপনি পাসপোর্ট সঠিক সময়ে পাবেন।
    You will receive your passport on time.
  40. আপনার পাসপোর্ট প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে।
    Your passport process is now in the final stage.
  41. পাসপোর্টের জন্য আমি কোথায় সাক্ষাৎকার দিতে যাবো?
    Where should I go for the interview for the passport?
  42. পাসপোর্ট সংগ্রহের পর আপনার হাতে পেয়ে খুশি হবো।
    I’ll be happy when you receive your passport.
  43. পাসপোর্টের জন্য আমি অনলাইনে আবেদন করতে পারি?
    Can I apply for the passport online?
  44. পাসপোর্টের আবেদন শীঘ্রই প্রক্রিয়া হবে।
    Your passport application will be processed soon.
  45. আমাকে যদি পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা হয়, কী করতে হবে?
    What should I do if there’s any problem with my passport?
  46. আপনার পাসপোর্টের ডেলিভারি ঠিকানা কোথায়?
    What is the delivery address for your passport?
  47. ফরম পূর্ণ করার পর আপনাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে।
    After filling out the form, you must follow this procedure.
  48. পাসপোর্ট নিতে গেলে আপনার ছবি দরকার হবে।
    You will need a photo when collecting your passport.
  49. পাসপোর্টের জন্য আবেদন করতে আপনার নাগরিকত্ব সনদ প্রয়োজন।
    You need your citizenship certificate to apply for a passport.
  50. আপনার পাসপোর্ট ডেলিভারি সময় বাড়ানো যেতে পারে।
    The delivery time for your passport might be extended.
  51. পাসপোর্ট অফিসে আসার আগে আপনার কাগজপত্র যাচাই করে নিন।
    Verify your documents before coming to the passport office.
  52. কিভাবে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া দ্রুত করতে পারি?
    How can I speed up the passport application process?
  53. পাসপোর্ট আবেদন ফর্মে কোনো ভুল তথ্য রয়েছে কিনা দেখে নিন।
    Check for any incorrect information on the passport application form.
  54. পাসপোর্টের জন্য আমি কোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারি?
    Which official website can I visit for the passport?
  55. আপনার পাসপোর্টের জন্য নতুন ছবি প্রয়োজন হতে পারে।
    You may need a new photo for your passport.
  56. পাসপোর্ট গ্রহণের জন্য আপনাকে সঠিক সময়ের মধ্যে আসতে হবে।
    You need to come within the specified time to collect your passport.
  57. পাসপোর্ট আবেদন করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে।
    You will need your national ID card to apply for a passport.
  58. পাসপোর্টের জন্য আবেদন করার আগে সমস্ত শর্ত দেখে নিন।
    Check all the requirements before applying for the passport.
  59. আপনি কী পাসপোর্টের জন্য কোনো জরুরি পরিষেবা চান?
    Do you need any urgent service for your passport?
  60. পাসপোর্ট অফিসে আপনার আবেদন ফাইল অনুসন্ধান করা হচ্ছে।
    Your application file is being searched in the passport office.
  61. পাসপোর্ট তৈরি হলে আপনাকে একবার জানিয়ে দেওয়া হবে।
    You will be notified when your passport is ready.
  62. পাসপোর্ট জমা দেওয়ার সময় কোনো সমস্যা হলে আমাকে জানান।
    Let me know if there are any issues when submitting the passport application.
  63. পাসপোর্টের জন্য প্রক্রিয়া সম্পন্ন হলে একটি কনফার্মেশন পাবেন।
    You will receive a confirmation once the passport process is completed.
  64. কোনো কারণে পাসপোর্টে সমস্যা হলে পুনরায় আবেদন করতে হবে।
    If there is any issue with your passport, you will need to reapply.
  65. পাসপোর্ট আবেদনের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে।
    There is a deadline for the passport application.
  66. পাসপোর্ট অফিসে আপনার ফাইল যথাযথভাবে যাচাই করা হবে।
    Your file will be properly verified at the passport office.
  67. পাসপোর্টের জন্য আপনার অভ্যন্তরীণ ঠিকানা দিতে হবে।
    You need to provide your local address for the passport.
  68. আপনার পাসপোর্ট ডেলিভারি করার আগে আপনাকে জানানো হবে।
    You will be notified before your passport is delivered.
  69. পাসপোর্টের জন্য যে কোনো সমস্যা হলে দয়া করে অফিসে যোগাযোগ করুন।
    If there are any issues with the passport, please contact the office.
  70. পাসপোর্ট সংগ্রহ করার জন্য আপনার টোকেন নম্বর প্রয়োজন।
    You will need your token number to collect the passport.

ফ্রী ভিডিও দেখুন

আমাদের ফ্রি ক্লাস করতে নিচের WhatsApp নাম্বারে যোগাযোগ করুন
+880 1938-964377

Scroll to Top