Ashikul Islam

এয়ারপোর্টে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যসমূহ

আরও পড়ুন

কিচেনে ব্যবহৃত হয় এমন ইংরেজি ৯০টি শব্দার্থ

প্রবাসীরা কিভাবে ইংলিশ শিখবেন? আসলেই কি শেখা সম্ভব?

ইংলিশ শিখতে হলে কি আগে রিডিং জানা বাধ্যতামূলক? বিস্তারিত জানুন।

মোবাইল দিয়ে কিভাবে ইংলিশ প্র্যাকটিস করবেন?

নিচে এয়ারপোর্টে ব্যবহৃত ৪৫টি প্রয়োজনীয় বাক্য দেওয়া হলো, প্রথমে বাংলা এবং তারপর ইংলিশ দেওয়া হয়েছে।

  1. আমার টিকিট কোথায়?
    Where is my ticket?
  2. এয়ারপোর্টে কীভাবে যেতে হবে?
    How do I get to the airport?
  3. আমি আমার পাসপোর্ট হারিয়ে ফেলেছি।
    I have lost my passport.
  4. এটা কোন দরজা দিয়ে যাবে?
    Which door should I go through?
  5. আমি চেক-ইন করতে চাই।
    I want to check in.
  6. আমার ব্যাগের ওজন কত?
    What is the weight of my bag?
  7. এই ফ্লাইট কখন ছাড়বে?
    When does this flight leave?
  8. এই ফ্লাইটের গন্তব্য কোথায়?
    What is the destination of this flight?
  9. আমি দেরি করছি, আমাকে তাড়াতাড়ি চেক-ইন করতে হবে।
    I’m late, I need to check in quickly.
  10. আমি কি অবতরণ বেল্ট থেকে আমার ব্যাগ নিতে পারব?
    Can I pick up my bag from the baggage belt?
  1. আমার আসন কোথায়?
    Where is my seat?
  2. আমি কি এই ফ্লাইটে সিট পরিবর্তন করতে পারব?
    Can I change my seat on this flight?
  3. ফ্লাইট বিলম্বিত হয়েছে।
    The flight is delayed.
  4. আমার বিমানের বোর্ডিং পাস কোথায়?
    Where is my boarding pass?
  5. এটা সরাসরি গন্তব্যে যাবে, নাকি কোনো স্টপওভার থাকবে?
    Does this flight go directly to the destination, or is there a stopover?
  6. এয়ারলাইন্সের কাউন্টার কোথায়?
    Where is the airline’s counter?
  7. আপনি কি আমাকে বিমানের সময়সূচি জানাতে পারেন?
    Can you tell me the flight schedule?
  8. এই ফ্লাইটে সিট বুকিং হয়েছে কি না?
    Is my seat booked for this flight?
  9. মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি আছে কি?
    Is it allowed to use mobile phones?
  10. বিমানবন্দরে নিরাপত্তা চেকপয়েন্ট কোথায়?
    Where is the security checkpoint at the airport?
  1. আমাকে ফ্লাইটের সময় জানিয়ে দিন।
    Please inform me about the flight time.
  2. আপনার পাসপোর্ট চেক করতে হবে।
    You need to check your passport.
  3. ভিসা কনফার্মেশন পেতে কত সময় লাগবে?
    How long will it take to get the visa confirmation?
  4. আমার ফ্লাইট গেট কোথায়?
    Where is my flight gate?
  5. আমি কি এই ফ্লাইটে তাড়াতাড়ি উঠতে পারব?
    Can I board this flight early?
  6. এটা কোন তলার চেক-ইন কাউন্টার?
    Which floor is the check-in counter?
  7. এয়ারলাইন্সের জন্য কোথায় লাইন দাঁড়াবো?
    Where should I stand in line for the airline?
  8. দয়া করে আপনার বেল্ট সরান।
    Please remove your belt.
  9. আপনি কি আমার ব্যাগ স্ক্যান করতে পারবেন?
    Can you scan my bag?
  10. আমার পাসপোর্টে সীল লাগানোর জন্য কোথায় যেতে হবে?
    Where do I need to go to get a stamp on my passport?
  1. এখানে ধূমপান করা যায় কি?
    Is smoking allowed here?
  2. আমার আসন পরিবর্তন করতে হবে।
    I need to change my seat.
  3. ফ্লাইটের বিলম্বের কারণে আমি কী করব?
    What should I do because of the flight delay?
  4. এয়ারপোর্টের নিরাপত্তা চেকপয়েন্টে কিছু সমস্যা আছে।
    There is some issue at the airport security checkpoint.
  5. বিমান উঠানোর সময় কোন কাজগুলো করতে হবে?
    What should I do during boarding?
  6. আপনার কাছে কি অতিরিক্ত লাগেজ রয়েছে?
    Do you have extra luggage?
  7. এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে?
    Is there free Wi-Fi at the airport?
  8. এটা কি অনলাইন চেক-ইন করা যাবে?
    Can I check in online for this flight?
  9. ফ্লাইটের দেরি হওয়া সত্ত্বেও কি আমি সঠিক সময়ে পৌঁছাতে পারব?
    Will I be able to reach on time despite the flight delay?
  10. আপনার সিটে কি কোনো সমস্যা হয়েছে?
    Is there any issue with your seat?
  1. আপনার পাসপোর্ট এবং টিকিট দেখান।
    Please show your passport and ticket.
  2. ফ্লাইটে কোনো খাবার দেওয়া হবে কি?
    Will there be food on the flight?
  3. আমার টিকিটে কোনো পরিবর্তন করতে হবে কি?
    Do I need to make any changes to my ticket?
  4. আমি কি বিমানে নিজের খাবার নিয়ে যেতে পারব?
    Can I bring my own food on the flight?
  5. এটা কী সঠিক গেট?
    Is this the correct gate?

এই বাক্যগুলো এয়ারপোর্টে চলাচল করার সময় খুবই সাহায্যকর হবে, বিশেষ করে যদি একজন ব্যক্তি প্রথমবার বিদেশে যাত্রা করে। এগুলো সহজ এবং সরলভাবে সাজানো হয়েছে যাতে অল্প শিক্ষিত ব্যক্তি সহজে বুঝতে পারে এবং শিখতে পারে।

ফ্রী ভিডিও দেখুন

আমাদের ফ্রি ক্লাস করতে নিচের WhatsApp নাম্বারে যোগাযোগ করুন
+880 1938-964377

Scroll to Top