Ashikul Islam

রেস্টুরেন্টে ব্যবহৃত ৬০টি প্রয়োজনীয় ইংরেজি বাক্য

আরও পড়ুন

কিচেনে ব্যবহৃত হয় এমন ইংরেজি ৯০টি শব্দার্থ

প্রবাসীরা কিভাবে ইংলিশ শিখবেন? আসলেই কি শেখা সম্ভব?

ইংলিশ শিখতে হলে কি আগে রিডিং জানা বাধ্যতামূলক? বিস্তারিত জানুন।

মোবাইল দিয়ে কিভাবে ইংলিশ প্র্যাকটিস করবেন?

নিচে রেস্টুরেন্টে ব্যবহৃত ৬০টি প্রয়োজনীয় বাক্য দেয়া হলো। প্রথমে বাংলায় এবং পরে ইংরেজিতে:

  1. টেবিল বুক করতে চাই।
    I would like to make a reservation.
  2. একটি টেবিলের ব্যবস্থা করতে পারবেন?
    Can you arrange a table?
  3. আমরা দুইজন।
    We are two people.
  4. মেনু দেখাতে পারবেন?
    Can you show me the menu?
  5. আমি ভেজিটারিয়ান।
    I am a vegetarian.
  6. তিন কোর্সের মেনু আছে কি?
    Do you have a three-course menu?
  7. এই খাবারের দাম কত?
    How much does this dish cost?
  8. আপনার বিশেষ মেনু কী?
    What is your special menu?
  9. আমি মিষ্টি কিছু চাই।
    I would like something sweet.
  10. আপনার স্যুপ কী ধরনের?
    What type of soup do you have?
  1. এটি খুব সুস্বাদু।
    This is delicious.
  2. আমি পানি চাই।
    I would like water.
  3. আমি চাই না।
    I don’t want this.
  4. এই খাবারটি খুব তীক্ষ্ণ (মশলাদার)।
    This dish is very spicy.
  5. আমরা অপেক্ষা করতে রাজি আছি।
    We are happy to wait.
  6. এটা খুব গরম।
    It’s too hot.
  7. এটা খুব ঠান্ডা।
    It’s too cold.
  8. আমি আরো কিছু খাবার নিতে চাই।
    I would like to order more food.
  9. এই খাবারটি আমাকে ভালো লাগছে না।
    I don’t like this dish.
  10. দয়া করে তাড়াতাড়ি সার্ভ করুন।
    Please serve quickly.
  1. আমরা এখানেই খেতে চাই।
    We would like to eat here.
  2. আমরা নিয়ে যাব।
    We would like to take it away.
  3. ভাত পরিমাণে বেশি নয়?
    Isn’t the rice portion too much?
  4. অ্যাপেটাইজার হিসেবে কি আছে?
    What do you have for appetizers?
  5. এই খাবারের উপকরণ কী?
    What are the ingredients in this dish?
  6. এটি ভাতের সাথে কীভাবে পরিবেশন হয়?
    How is this served with rice?
  7. এটা খুব তেলতেলে।
    It’s too oily.
  8. আমি একটু লবণ কম চাই।
    I want a little less salt.
  9. এই খাবারটি অরিজিনাল কি না তা নিশ্চিত নয়।
    I’m not sure if this dish is authentic.
  10. এটা কেমন রান্না করা হয়েছে?
    How is this cooked?
  1. তিনটি চামচ চিনি দেওয়ার জন্য দয়া করে।
    Please give me three spoons of sugar.
  2. ক্যাশে টাকা পরিশোধ করতে হবে কি না?
    Do I need to pay in cash?
  3. আমি কিছু হালকা খাবার চাই।
    I would like something light to eat.
  4. আপনার খাবারে কি কোনও মাংস আছে?
    Does your food contain any meat?
  5. এটা কি ডায়েটরি ফ্রেন্ডলি?
    Is this diet-friendly?
  6. আপনার ডেজার্ট কি কী কী আছে?
    What desserts do you have?
  7. দয়া করে আমার খাবারটি একটু কম মশলাদার করুন।
    Please make my food a little less spicy.
  8. এটা খুব মিষ্টি।
    This is too sweet.
  9. পানি একটু গরম করুন।
    Please warm the water.
  10. দয়া করে ওয়েটারকে বলুন।
    Please inform the waiter.
  1. আপনার কাছে কি কোন বিয়ার আছে?
    Do you have any beer?
  2. আমি লেবু চাই।
    I would like some lemon.
  3. দয়া করে আরো কিছু সালাদ দিন।
    Please give me some more salad.
  4. আমি কীভাবে খাবারের অর্ডার করতে পারি?
    How can I place an order?
  5. কিছু ভেজিটেবল স্টার্টার আছে?
    Do you have any vegetarian starters?
  6. এটি খাবার পরিবেশন করতে কত সময় লাগবে?
    How long will it take to serve the food?
  7. আমি ডেজার্ট পরে চাই।
    I would like dessert later.
  8. মেনুতে অন্য কোন অপশন আছে?
    Are there any other options on the menu?
  9. মনে হয়, আমার অর্ডার ভুল হয়েছে।
    I think my order is wrong.
  10. আমি খাবারের পর বিল দিতে চাই।
    I would like to pay the bill after the meal.
  1. আমার কাছে ক্রেডিট কার্ড রয়েছে।
    I have a credit card.
  2. এটি কী সিজনাল?
    Is this a seasonal dish?
  3. আমরা বাড়ির জন্য কিছু নিতে চাই।
    We would like to take something home.
  4. বিলটি ভাগ করে দিতে হবে।
    We need to split the bill.
  5. অনুগ্রহ করে মিষ্টি কম দিন।
    Please give less sweet.
  6. তারা কীভাবে খাবারের পরিশোধ নেন?
    How do they accept payment after the meal?
  7. আমার কাছে একটা রিজার্ভেশন ছিল।
    I had a reservation.
  8. আমি কিছু বাদ দিতে চাই।
    I would like to remove something from the order.
  9. আপনার কাছে কোন খাসি মাংসের খাবার আছে?
    Do you have any goat meat dishes?
  10. আমি ভাতের সঙ্গে কিছু মাংস চাই।
    I would like some meat with rice.

ফ্রী ভিডিও দেখুন

আমাদের ফ্রি ক্লাস করতে নিচের WhatsApp নাম্বারে যোগাযোগ করুন
+880 1938-964377

Scroll to Top