নিচে রাতে ব্যবহৃত ৪০টি প্রয়োজনীয় বাক্য বাংলা এবং ইংরেজিতে দেওয়া হলো:
- শুভ রাত্রি!
Good night! - আপনি ভালো ঘুমাতে পারবেন আশা করি।
Hope you have a good sleep. - রাতে কিছু খেতে চাইবে?
Do you want to eat something at night? - আজ রাতে কি কিছু বিশেষ পরিকল্পনা আছে?
Do you have any special plans for tonight? - আমি কিছুক্ষণ পরে ঘুমাতে যাচ্ছি।
I’m going to sleep in a little while. - আপনার দিনটা কেমন কাটলো?
How was your day? - আজ রাতে কি টিভি দেখবে?
Are you going to watch TV tonight? - কতটা রাত হয়ে গেল!
It’s getting late! - শুভ রাত্রির আগে কিছু বলার আছে?
Do you have anything to say before good night? - আমি একটু পড়তে যাচ্ছি, তুমি ঘুমাও।
I’m going to read a little, you go to sleep. - আজকে কি তোমার খুব ক্লান্ত লাগছে?
Do you feel very tired today? - একটা ভালো ঘুম খুব জরুরি।
A good sleep is very important. - তোমার রাতের খাবার খেয়েছো?
Have you had your dinner? - আজ রাতে কিছু মিষ্টি খাবার ইচ্ছা আছে?
Do you feel like having something sweet tonight? - তোমার কাছে কোনো গল্প আছে?
Do you have any stories to share? - বছরের এই সময়টা খুব ঠান্ডা।
It’s very cold at this time of the year. - একটু বিরতি নিয়ে পরের কাজ শুরু করো।
Take a break and start the next task. - বাচ্চাদের নিয়ে কি তুমি কিছু বলবে?
Would you like to say something about the kids? - আজ রাতে একটু শান্তি দরকার।
I need some peace tonight. - ঘুমাতে যাওয়ার আগে এক কাপ চা খাও।
Have a cup of tea before going to bed. - রাতের খাবারের জন্য কিছু রান্না করতে হবে।
I need to cook something for dinner. - আজ রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাও।
Go to bed early tonight. - ঘুমানোর আগে ফোনে কথা বলো না।
Don’t talk on the phone before sleeping. - তোমার রাতে ঘুমের রুটিন ঠিক আছে তো?
Is your sleep routine okay? - আজ রাতে কি তুমি বাইরে যাবে?
Are you going out tonight? - বহুদিন পর তোমাকে একসাথে দেখে খুব ভালো লাগছে।
It’s nice to see you together after a long time. - দয়া করে আলো বন্ধ করে দিও।
Please turn off the light. - আজকে অনেক কিছু শিখেছি।
I’ve learned a lot today. - ঘুমানোর আগে কিছু শিথিল করতে ভালো লাগে।
I like to relax before sleeping. - তোমার সাথে রাতে কথা বলে ভালো লাগছে।
I enjoy talking to you at night. - এখন সময় ঘুমানোর।
It’s time to sleep now. - রাতে আকাশটা খুব সুন্দর।
The sky is beautiful tonight. - শুধু এক কাপ কফি তোমাকে সাহায্য করতে পারে।
Just a cup of coffee can help you. - বিকেলের পর স্নান করতে ভালো লাগে।
I like to take a shower after the evening. - আজ রাতের জন্য কোনো সিনেমা দেখার ইচ্ছা আছে?
Do you want to watch a movie tonight? - তোমার কাজের চাপ কম। এখন বিশ্রাম নাও।
Your workload is light, now take some rest. - তুমি কি একা থাকতে ভালোবাসো?
Do you like being alone? - আজ রাতে একটি ভালো গল্প বলো।
Tell me a good story tonight. - ঘুমাতে যাওয়ার আগে মুখ ধুয়ে নাও।
Wash your face before going to sleep. - আজকে খুব ভালো ছিল। ধন্যবাদ।
Today was great, thank you.